Liquor Shops Closed: ফেব্রুয়ারিতে ৪ দিন বন্ধ থাকছে রাজ্যের সব মদের দোকান, হঠাত্‍ কী হল!

Jan 22, 2025, 13:46 PM IST
1/5

মাথার উপরে ভোট

মাথার উপরে ভোট

ফেব্রুয়ারিতে  বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে দিল্লিতে। ফলে নিরাপত্তার দিকটি শক্ত করছে দিল্লি সরকার।

2/5

মদ বন্ধ

মদ বন্ধ

ভোটের কথা মাথায় রেখে ভোটের দিনগুলিতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

3/5

৪ দিন বন্ধ

৪ দিন বন্ধ

দিল্লি সরকার নির্দেশ দিয়েছে ফেব্রুয়ারিতে ৩, ৪, ৫ ও ৮ তারিখ দিল্লিতে বন্ধ রাখতে হবে মদের দোকান। ৮ তারিখে ফল। পাশাপাশি বাকী তিন দিন ভোটের দিন।

4/5

সময়সূচি

সময়সূচি

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে ৩ ফেব্রুয়ারি সন্ধে ছটা থেকে ৫ ফেব্রুয়ারি সন্ধে ছটা পর্যন্ত মদের দোকানের দরজা খুলবে না।

5/5

হোটেল-রেস্টুরেন্ট

হোটেল-রেস্টুরেন্ট

ওই সময়ে কোনও হোটল, রেস্টুরেন্ট, ক্লাবে মদ পাওয়া যাবে।