List Of Most Expensive Indian Players In The IPL History: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় কারা? এই তালিকায় আছেন রোহিতদের হেডমাস্টারও!

List Of Most Expensive Indian Players In The IPL History: আইএপিএল ইতিহাসে ভারতীয় ক্রিকেটাররাও রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। 

Nov 20, 2024, 17:09 PM IST
1/9

আইপিএল মেগা নিলামের দিনক্ষণ

IPL 2025 Mega Auction

আইপিএল মেগা নিলামের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত স্পোর্টিং ইভেন্ট। চূড়ান্ত তালিকায় রইল ৫৭৪ জন। দু’দিনের মহাযজ্ঞে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার উঠবেন নিলাম টেবলে। এই তালিকায় রইল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয়দের নাম।

2/9

যুবরাজ সিং

Yuvraj Singh

কিংবদন্তি যুবরাজ এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়। জোড়া বিশ্বকাপজয়ীকে ২০১৫ সালে দিল্লি থেকে ১৬ কোটি টাকা পেয়েছিলেন।

3/9

ঈশান কিশান

Ishan Kishan

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়ের তালিকায় দুয়ে ঈশান। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ১৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল।

4/9

দীপক চাহার

Deepak Chahar

তারকা পেসার দীপক চাহার ২০২২ আইপিএলে চেন্নাই সুপার কিংস থেকে ১৪ কোটি টাকা পেয়েছিলেন।  

5/9

যুবরাজ আবার!

Yuvraj Singh

আবারও তালিকায় যুবি। ২০১৪ সালের নিলামে আরসিবি তাঁকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছিল।  

6/9

দীনেশ কার্তিক

Dinesh Karthik

২০১৪ সালে অভিজ্ঞ দীনেশ কার্তিককে ১২.৫০ কোটি টাকায় দিল্লি ডেয়ারডেভিলস দলে নিয়েছিল।

7/9

জয়দেব উনাদকাট

Jaydev Unadkat

স্পিডস্টার জয়দেব উনাদকাটকে ২০১৮ সালের নিলামে রাজস্থান রয়্যালস ১১.৫ কোটি টাকায় নিয়েছিল।

8/9

গৌতম গম্ভীর

Gautam Gambhir

২০১১ সালে গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স ১১.০৪ কোটি টাকা দিয়েছিল।

9/9

এমএস ধোনি

MS Dhoni

২০০৮ সালে কিংবদন্তি এমএস ধোনিকে চেন্নাই সুপার কিংস ৯.৫ কোটি টাকা দিয়েছিল।