'লকডাউনেও মদ চাই!' ব্যাগে বোতল নিয়ে পালাতে গিয়ে পুলিশের খপ্পড়ে পড়ে বিপাকে যুবক

Apr 01, 2020, 13:34 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : পুলিশের সামনে মদ নিয়ে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে যুবক! রীতিমতো সাইকেল ঘাড়ে চাপিয়ে বাড়ি ফিরতে হল যুবককে।   

2/6

মঙ্গলবার বিকেলে ঘাটালের মনসুকা এলাকায় সাইকেলে করে  বাড়ি ফিরছিলেন এক যুবক। সিভিক ভলেন্টিয়ারদের তল্লাশিতে যুবকের ব্যাগ থেকে বেরিয়ে পড়ে একটি মদের বোতল।   

3/6

এরপরই আধাসেনার ধাঁচে শাস্তি দেওয়া হল যুবককে। লাঠিপেটা না করে নিজের সাইকেলকে ঘাড়ে চাপিয়ে বাড়ি পাঠানো হয় যুবককে।   

4/6

প্রসঙ্গত, দেশজুড়ে চলা লকডাউন না মানায় একাধিক জায়গায় লাঠিচার্জ করতে দেখা গিয়েছে পুলিশকে, যার জেরে মুখ্যমন্ত্রীকে পুলিশকে অন্য উপায় নেওয়ার কথা বলেন। 

5/6

এরপরই কান ধরে ওঠবোস, ফ্রগ হপিংয়ের করানোর মতো ঘটনা সামনে আসে। এবার সাইকেল ঘাড়ে চাপিয়ে শাস্তি দিতে দেখা গেল ঘাটাল থানার বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে।   

6/6

যদিও এভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা সিভিক ভলেন্টিয়ারদের আছে কি না, প্রশ্ন উঠতে শুরু করেছে! বিষয়টি নিয়ে কোনও কিছু বলতে চাননি জেলার পুলিশ আধিকারিকরা।