Loksabha Election 2024: 'কুমির' মোদী থেকে 'প্রার্থী' গোরু, বিজেপিকে বিঁধে তৃণমূলের তির্যক দেওয়াল লিখন!

Mar 19, 2024, 12:53 PM IST
1/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

চম্পক দত্ত: কোথাও 'কুমিরের পেটে দেশের সম্পত্তি' ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ 'সব খেয়েলে নরেন'!   

2/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ 'কোর্টে বসে করেছো অনেক খেলা, এবার তুমি বুঝবে জনগনের ঠেলা'!   

3/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

আবার কোথাও অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ, 'রাজনীতি করাই আমাদের পারিবারিক অধিকার,সপরিবারে ঝেড়ে খাবো, এমন দলেই সবাই যাবো।'   

4/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

আবার প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানকে ব্যঙ্গ করে লেখা হয়েছে,'স্বচ্ছ ভারত অভিযানের শেষ ধাপ, ২০২৪ লোকসভাতে বিজেপি সাফ।'  

5/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

এরকম একাধিক কার্টুনচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ, অন্যদিকে আবার তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য জনকল্যাণমুলক প্রকল্পের প্রচার।   

6/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে চন্দ্রকোণার মহেশপুরে দেওয়াল লিখনে এভাবেই নজর কাড়ল তৃণমূল কংগ্রেস।   

7/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

দেওয়াল লিখনে এসব অপপ্রচার করে কোনও কাজে আসবে না। ৪০০-র বেশি সিটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। পালটা চ্যালেঞ্জ বিজেপির।  

8/8

নির্বাচনী দেওয়াল চিত্র!

election graffiti

প্রসঙ্গত আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালী বাগকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।