কোচবিহারেই সভা নরেন্দ্র মোদীর, সভাস্থল খালি করা শুরু করল তৃণমূল

Apr 05, 2019, 17:29 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রীর সভা ঘিরে জট কাটতে চলেছে। ওই মাঠে ৭ এপ্রিল সভা করার কথা প্রধানমন্ত্রীর।   

2/7

৭ এপ্রিল কোচবিহারের রাসমেলা মাঠে সভা করবেন নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা এসপিজি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে সভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। 

3/7

কিন্তু কোচবিহারের মাঠে আবার মঞ্চ বেঁধেছে তৃণমূল। কারণ পরের দিন অর্থাত্ ৮ এপ্রিল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অভিযোগ করেছে, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতেই মাঠ দখল করেছে তৃণমূল।       

4/7

বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, এব্যাপারে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। বিকেল পাঁচটার মধ্যে মঞ্চ খোলা না হলে ব্যবস্থা নেবে বিজেপি। 

5/7

প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাসমেলা মাঠে তৃণমূলের বাঁধা মাচার একাংশ খুলে ফেলা হবে। আলাদা করে মঞ্চ বাঁধবে বিজেপি। 

6/7

মুখ্যমন্ত্রীর মঞ্চ ও ডি জোন ঠিক রেখে বাকি অংশ খুলে ফেলা হবে। কয়েকদিন ধরে চলা দুই দলের মধ্যে টানাপড়েন কিছুটা হলেও মিটল বলে মনে করছে রাজনৈতিক মহল।

7/7

এরপরই কোচবিহারের রাসমেলার মঞ্চ খুলতে শুরু করে তৃণমূল। খোলা হয় মঞ্চের একাংশ। সরিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা।