নিজস্ব প্রতিবেদন: আসানসোলের সভায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা চলে এল মমতার মুখে। মনে করিয়ে দিলেন, অটলের সঙ্গে মোদীর ফারাক রয়েছে।
2/4
অটলবিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কালীঘাটের বাড়িতেও এসেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী। মমতার মায়ের খাতে মালপোয়া খেয়ে সুখ্যাতিও করেন অটল।
photos
TRENDING NOW
3/4
অটলযুগের পর এখন বিজেপিতে মোদীযুগ। আর মোদীর বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময়ে গর্জে উঠেছেন। অটলের বিজেপির সঙ্গে মোদীর বিজেপির ফারাক যে রয়েছে, তা আসানসোলের সভায় স্পষ্ট করেন মমতা।
4/4
আসানসোলের সভায় তৃণমূল নেত্রী বলেন,''এটা অটলবিহারী বাজপেয়ী নয়। ওনার সঙ্গে মোদীর ফারাক আছে। মোদী দেশকে ধ্বংস করে দেবেন''।