ডবল ডেকার বাসটি পিছন থেকে একটি চাল বোঝাই ট্রাক সজোরে ধাক্কা মারে।
photos
TRENDING NOW
3/6
ঘটনাস্থলেই ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। প্রায় ৪০ জন গুরুতর আহত হয়। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
4/6
বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের জৌনপুরে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
5/6
বাসের যাত্রীরা জানিয়েছেন যে, দুর্ঘটনার সময় সব যাত্রীরাই ঘুমোচ্ছিল। ঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রীরা সামনের দিকে পড়ে যান। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৫৪ জন যাত্রী ছিলেন। এ ছাড়া, চালকের বোনও এই দুর্ঘটনায় মারা যান।
6/6
ঘটনার খবর পেয়ে ডিএম দীনেশ চাঁদ সকল পুলিস কর্মকর্তাদের নিয়ে হাসপাতালে পৌঁছান এবং আহতদের সঙ্গে দেখা করেন।