পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

Jan 25, 2019, 16:28 PM IST
1/6

বড় ধাক্কা

পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

ব্যাঙ্কঋণ নিয়ে পলাতক ব্যবসায়ীকে বড় ধাক্কা দিতে চলেছে মহারাষ্ট্র সরকার। আলিবাগে তাঁর একটি বাংলো ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করল প্রশাসন।

2/6

বিলাসবহুল বাংলো

পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

আর কিছুক্ষণের মধ্যেই ২০ হাজার স্কোয়ার ফুট জায়গার উপর তৈরি ওই বাংলোটি ভেঙে ফেলার কাজ শুরু হবে।

3/6

পলাতক নীরব

পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

নীরব মোদী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকার ঋণ নিয়ে শোধ করেননি। বরং পালিয়েছেন দেশ থেকে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

4/6

বাজেয়াপ্ত আসবাব

পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

বাংলোটি ভাঙার আগে ইডি সেখান থেকে সমস্ত আসবাব বাজেয়াপ্ত করেছে। তা আপাতত স্থানীয় জেলাশাসকের কার্যালয়ে রাখা হয়েছে।

5/6

নীরব বাংলো

পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বাংলোতে নীরব মোদী থাকতেন না। তবে কয়েকবার এসেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।

6/6

ভাঙছে বাংলো

পলাতক নীরব মোদীর বিলাসবহুল বাংলো ভাঙছে মহারাষ্ট্র প্রশাসন

শুক্রবার শুরু করলেও বাংলাটি ভেঙে ফেলার কাজ শেষ করতে সময় লাগবে প্রায় চারদিন। ফলে আগামী সপ্তাহ পর্যন্ত এই কাজ চলতে থাকবে।