সচিনের প্রয়াত গুরু আচরেকরকে সম্মান জানাতে অভিনব পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার

| Jan 04, 2019, 17:21 PM IST
1/6

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

বুধবার প্রয়াত হয়েছেন সচিন তেণ্ডুলকরের ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকর। বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 

2/6

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

গতকাল গুরু আচরেকরের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। হাজির ছিলেন সচিন, বিনোদ কাম্বলিসহ আচরেকরের একাধিক ছাত্র। গুরুর শেষযাত্রায় চোখ ভেজে সচিন, কাম্বলিদের। 

3/6

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

গুরুহীন সচিনের জীবনে একটা অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সেটা সচিন নিজের বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন। গুরুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জানিয়েছেন, ওনারই গড়া ইমারতে আমি শুধু দাঁড়িয়ে আছি। 

4/6

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

বৃহস্পতিবারই মহারাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী বিনোদ তাওড়ে বলেছিলেন, রাজ্য সরকার আচরেকরের নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে। 

5/6

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরের পরিবারের লোকজনের সঙ্গে খুব শিগগির আলোচনায় বসতে চলেছে মহারাষ্ট্র সরকার। সেখানে আচরেকর পরিবারকে ব্যাপারটা জানানো হবে। তারা রাজি থাকলে তবেই সরকার এই উদ্যোগ বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে। 

6/6

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

আচরেকরকে অভিনব সম্মান দেবে মহারাষ্ট্র সরকার

কেমন ধরণের ক্রীড়া প্রতিষ্ঠান করা হবে তা নিয়ে এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত হয়নি। তবে মহারাষ্ট্র সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।