Home Image: 
Rathyatra: ইস্কনের রথের দড়ি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে নুসরত-মিমি-সায়ন্তিকা, উপস্থিত ডোনাও...
Domain: 
Bengali
Home Title: 

ইস্কনের রথের দড়ি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে নুসরত-মিমি-সায়ন্তিকা, উপস্থিত ডোনাও...

English Title: 
Mamata Banerjee inaugurate Iskcon kolkata Rath yatra alongwith Nusrat Mimi Sayantika Dona
Slide Photos: 

মুখ্যমন্ত্রীই রথের রশি ধরে টানেন প্রথম, তাঁর সঙ্গে যোগ দেন তারকারাও। শুরু হয় রথযাত্রা।

ডোনাকে সঙ্গে নিয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে ফ্রেমবন্দি হন মমতা।

 

এদিন ইস্কনে পারফর্ম করেন দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা।

 

এই দুই তারকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন রথ টানতে হাজির ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়।

 

জগন্নাথদেবের কাছে হাতজোড় করে প্রার্থনা করতেও দেখা যায় নুসরতকে।  

 

প্রতিবারের মতো এবছরও মুখ্যমন্ত্রী সঙ্গে হাজির ছিলেন নুসরত ও মিমি।

 

জগন্নাথদেবের যাতে নজর না লাগে তাই তাঁর জন্য নারকেলও ফাটালেন মুখ্যমন্ত্রী। 

চন্দন ও গোলাপের জল সকলের মাথায় ছিটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

 

চন্দনের গুঁড়োর সঙ্গে ছড়িয়ে দিলেন গোলাপ জলও।

 

রথ টানার আগে জগন্নাথদেবের পথে চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিলেন মমতা।

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারের মতো এবছরও রথযাত্রায় ইস্কনের রথে জগন্নাথ দেবের আরতি করতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Authored By: 
Soumita Mukherjee
Publish Later: 
No
Publish At: 
Tuesday, June 20, 2023 - 15:14
Mobile Title: 
ইস্কনের রথের দড়ি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে নুসরত-মিমি-সায়ন্তিকা-ডোনা
Facebook Instant Gallery Article: 
No