আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনের পর কাকদ্বীপে ত্রাণ-পুনর্বাসন বৈঠক মুখ্যমন্ত্রীর

Nov 11, 2019, 13:36 PM IST
1/5

ঘূর্ণিঝড় বুলবুল তছনছ করেছে রাজ্যের গাঙ্গেয় সমভূমি। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু এলাকা। সোমবার কাকদ্বীপে ত্রাণ-পুনর্বাসনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখেন ক্ষয়ক্ষতির পরিমাণ। এদিন বুলবুলের প্রভাবে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। ছবি: তন্ময় প্রামাণিক

2/5

মুখ্যমন্ত্রী জানান, ১ লক্ষ ৪৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের আসার আগেই। তবে ৫-৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকা ধান, পানের বোরজ নষ্ট হয়েছে। তা কোনওভাবে কাজে লাগানো যায় কিনা তাও দেখার নির্দেশ দিয়েছেন নেত্রী। ছবি: তন্ময় প্রামাণিক

3/5

ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয়দের ১০০ দিনের কাজে লাগানোর পরামর্শ দেন নেত্রী। বলেন "বেকার ছেলে মেয়েরা ১০০ দিনের কাজে দিন পিছু ১৯০ টাকা করে পেলে খুশি হবে।" ছবি: তন্ময় প্রামাণিক

4/5

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "ডিএমের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠক করে কাজ করা হোক। প্রচুর সেচ বাঁধ ভেঙে গিয়েছে, সারানোর ব্যবস্থা করা হবে। বহু বাড়ি নষ্ট হয়েছে।" এদিন আবাস যোজনায় ২ লক্ষ বাড়ির ব্যবস্থা করার নির্দেশ দেন নেত্রী। সবমিলিয়ে বুলবুল মোকাবিলায় টানা নজর রাখছেন রাজ্য সরকার। ছবি: তন্ময় প্রামাণিক

5/5

সোমবার আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এদিন বকখালি, নামখানা সফরে যান মুখ্যমন্ত্রী। কপ্টারে মমতার সফর সঙ্গী জি ২৪ ঘণ্টা। ছবি: তন্ময় প্রামাণিক