ঘূর্ণিঝড়ে ট্রলারডুবিতে মৃত্যু বাবার, ভিড়ের মধ্যে সঞ্জয় দাসের সন্তানদের দেখেই কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী
1/9
তন্ময় প্রামাণিক : কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকের পর নামখানায় ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবী সঞ্জয় দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কাকদ্বীপ ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে ছিলেন মৃত সঞ্জয় দাসের পরিবার। নিহত মত্স্যজীবীর স্ত্রী ও দুই সন্তানকে দেখে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। দুই সন্তানকে কোলে তুলে নেন তিনি।
2/9
photos
TRENDING NOW
3/9
আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনের পর ত্রাণ ও পুনর্বাসন নিয়ে জেলাশাসক সহ পদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বুলবুলের প্রভাবে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
4/9
5/9
6/9
7/9
8/9
9/9
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই কাকদ্বীপ পূর্ব স্টিমার ঘাটে সঞ্জয় দাসের বাড়ি পৌঁছে গিয়েছিল জি ২৪ ঘণ্টার প্রতিনিধি। বাড়িতে সঞ্জয় দাসের বৃদ্ধ বাবা, স্ত্রী, ৭ বছরের মেয়ে ও শিশুসন্তান রয়েছে। আজ মায়ের সঙ্গে এসেছিল সঞ্জয় দাসের দুই সন্তানও। ভিড়ের মধ্যে তাঁদের দেখতে পেয়ে দুই শিশুকেই কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
photos