২০১১-য় ভয়াবহ ভূমিকম্পের আগে ধরা পড়েছিল! আবার দেখা দিল ১৩ ফুট লম্বা সেই অদ্ভুত মাছ
Jul 23, 2020, 11:55 AM IST
1/5
২০১১-য় জাপানের ফুকুশিমায় ভয়ঙ্কর ভূমিকম্পের ঠিক আগে এই মাছ ধরা পড়েছিল। স্থানীয় লোকজন যাকে বলে- ভূমিকম্পের মাছ। আবার সেই মাছ ধরা পড়ল।
2/5
মেক্সিকোর উপকূলে ধরা পড়ল ১৩ ফুট লম্বা ওর ফিশ। ফলে আরও একবার লোকজনের মধ্যে ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে।
photos
TRENDING NOW
3/5
বাজা ক্যালিফোর্নিয়ার পিচিলিঞ্জ উপকূলে ধরা পড়েছে এই মাছ। ফার্নান্দো কাভালিন ও ডেভিড জাভেদোস্কি নামের দুজন এই মাছ ধরেছেন উপকূলবর্তী এলাকা থেকে।
4/5
মাছটিকে অবশ্য ওই দুজন মৃত অবস্থায় উপকূল অঞ্চল থেকে উদ্ধার করেছে। আর তার পর থেকেই স্থানীয় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকটা ঈল মাছের মতো দেখতে এটিকে। তবে আকারে অনেক লম্বা।
5/5
২০১১ সালে এক লোকসঙ্গীত শিল্পী এই মাছ পেয়েছিলেন জাপানের উপকূল থেকে। তার পর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। চলতি বছরেও কোয়ান্তানা রো অঞ্চলে এই মাছ ধরা পড়েছিল। তার পর মেক্সিকোর ওক্সাকাতে ভূমিকম্প হয়েছিল।