বেনারসি হোক বা শেরওয়ানি, বর-কনের বিয়ের সাজ পারফেক্ট করতে এবার 'ম্যাচিং মাস্ক'
Jun 10, 2020, 18:52 PM IST
1/5
অয়ন ঘোষাল : বৈশাখের সব বিয়ে ভেস্তে গিয়েছে। আষাঢ়ে যাঁরা বিয়ে করতে চলেছেন, তাঁদের উপর হাজারো বিধিনিষেধের ফতোয়া। নিমন্ত্রিতের সংখ্যা ৫০-এ নামিয়ে আনা হয়েছে।
2/5
সেইসঙ্গে বিয়ের সাজে অপরূপা কনের মুখের অর্ধেকটাই ঢাকা পড়ে যাবে মাস্কে। যে মুহূর্তের ছবি মানুষের সারা জীবনের সঙ্গী, সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দি হবে মুখঢাকা অবস্থাতেই!
photos
TRENDING NOW
3/5
তাই জীবনের সব থেকে খুশির মুহূর্তের আগে মনখারাপ ভাবী কনের। পাত্রেরও তো জীবনের সব থেকে বড় মুহুর্ত এটাই। তাই তাঁরও মুখ ভার।
4/5
বর-কনের মন ভালো করতে এবার তাই ম্যাচিং মাস্ক নিয়ে শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান। বেনারসী, ঢাকাই, কাঞ্জিভরম, ব্যোমকাই। শাড়ি হোক বা লেহেঙ্গা। পাঞ্জাবী হোক বা শেরওয়ানি। যেমন পোশাক তেমন মাস্ক।
5/5
বিয়ের বর, কনে থেকে বিয়েবাড়িতে আসা অতিথি অভ্যাগতরা। ম্যাচিং মাস্কে কারোরই সাজগোজ আর 'মিস ম্যাচ' হবে না। মাস্ক এখন আমাদের জীবনের অঙ্গ। আর তাই এবার জীবনের সেরা মুহূর্তগুলোও ফ্রেমবন্দি হবে মানানসই ম্যাচিং সাজে।