Meet Pakistani Actress Mathira: ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস! লাস্যের সমুদ্রে জ্বালেন কামের আগুন, কে এই পাক অভিনেত্রী?

Feb 08, 2025, 18:11 PM IST
1/6

সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছেন পাকি অভিনেত্রী মাথিরা

Pakistani Actress Mathira Making Waves On Social Media

পাকিস্তানের কোনও অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়া এরকম সাহসী পোশাকে দেখেছেন? দেখার কথাও ভাবা যায় না। কারণ রক্ষণশীল দেশে রয়েছে একাধিক নিষেধের বেড়াজাল। আর তা ভেঙেই বারবার বোল্ড অবতারে হাজির হন মাথিরা খান, যিনি পরিচিত মাথিরা এম নামে।   

2/6

মাথিরা পরিচিত আইটেম সংয়ের

Mathira M Is Known For Her Item Songs

মাথিরাকে 'ম্যায় হু শহিদ আফ্রিদি' এবং ভারতীয় পাঞ্জাবি ছবি 'ইয়ং মালাং'এ দেখা গিয়েছে। বোল্ড পোশাকে ইনস্টায় ঝড় তোলা মাথিরা পরিচিত আইটেম সংয়ের কারণে।  

3/6

পাকিস্তানের সাহসী অভিনেত্রীদের তালিকায় মাথিরা

Mathira In The List Of The Boldest Actresses Of Pakistan

বলা হয় যে পাক অভিনেত্রী মাথিরা তাঁর হট এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পাকিস্তানে পরিচিত।    

4/6

মাথিরা কোথাকার মেয়ে?

Where is Mathira from?

জিম্বাবোয়েতে অস্থিরতার মধ্যেই পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে আসেন মাথিরা। তার আগে তিনি জিম্বাবোয়েতেই পড়াশোনা করেছিলেন।  

5/6

মাথিরার ইনস্টাগ্রাম ফলোয়ার্স

Mathira's Instagram Followers

সোশ্যাল মিডিয়াতেও মাথিরার বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। ইনস্টাগ্রামে এই অভিনেত্রীকে ২.৬ মিলিয়ন মানুষ ফলো করেন।      

6/6

মাথিরার ব্যক্তিগত ভিডিও ফাঁস

Mathira's private video leak controversy

মাথিরার ঘনিষ্ঠ অশ্লীল ভিডিয়ো ফাঁস হয়েছে সম্প্রতি। যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। ৩২ বছর বয়সী এই প্রভাবশালী মাথিরা সেই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন যে, তাঁর নাম এবং ফটোশুটের ছবিগুলি তাঁর খ্যাতি নষ্ট করার লক্ষ্যে তৈরি হয়েছে। তাঁর মতে ভুয়ো কন্টেন্ট তৈরি জন্য ব্যবহার করা হচ্ছে।