Home Image: 
Sambit Chatterjee-র সঙ্গে বাগদান সারলেন Chitrangada
Domain: 
Bengali
Home Title: 

Sambit Chatterjee-র সঙ্গে বাগদান সারলেন Chitrangada

English Title: 
Model, Actress Chitraganda Chakraborty engaged with long time friend Sambit Chatterjee
Slide Photos: 

জানা যাচ্ছে আগামী বছর (২০২২) ৯ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন চিত্রাঙ্গনা ও সম্বিৎ।

প্রসঙ্গত সম্বিৎ চট্টোপাধ্যায় নিজেও একজন সঙ্গীত শিল্পী। তিনি একজন ড্রামার্স । 

চিত্রঙ্গদা-সম্বিতের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। ছিলেন চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যাল, বোন ঋতাভরী চক্রবর্তী, সম্বিতের বাবা পারকাশনিস্ট শুভেন চট্টপাধ্যায় ও তাঁর পরিবার। 

চিত্রাঙ্গদা লিখেছেন, বাগদান অনুষ্ঠানে তিনি যে শাড়িটি পরেছেন, সেটা তাঁর ঠাকুমার।

সম্বিতের সঙ্গে বাগদানের কথা জানিয়ে চিত্রাঙ্গদা সোশ্যাল মিডিয়াতে লেখেন, ''হ্যাঁ, আমরা অফিসিয়ালি এনগেজড। আমি আমার প্রিয় বন্ধুকেই ভালোবাসি, জীবন এবং জীবনের পরেও।'' 

বুধবার শতরূপার কলকাতার বাড়িতেই হয় বাগদান অনুষ্ঠান। সম্বিতের সঙ্গে বাগদানের কথা সোশ্যাল মিডিয়াতে নিজেই জানান চিত্রাঙ্গদা। 

দীর্ঘদিনের বন্ধু সম্বিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সারলেন মডেল, অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। 

Publish Later: 
No
Publish At: 
Thursday, January 28, 2021 - 19:53
Mobile Title: 
Sambit Chatterjee-র সঙ্গে বাগদান সারলেন Chitrangada
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami