সরকারি কর্মীদের খুশি করতে লোকসভার আগে পেনশন প্রকল্পে ভাগ বাড়াল কেন্দ্র
Dec 11, 2018, 21:17 PM IST
1/4
আগে সরকারের প্রদত্ত ভাগ ছিল ১০ শতাংশ। তা ৪ শতাংশ বাড়ায় দাঁড়িয়েছে ১৪ শতাংশ।
2/4
আগে সরকারের প্রদত্ত ভাগ ছিল ১০ শতাংশ। তা ৪ শতাংশ বাড়ায় দাঁড়িয়েছে ১৪ শতাংশ।
photos
TRENDING NOW
3/4
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ১৮ লক্ষ কর্মী।
4/4
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, এনপিএস থেকে ৬০শতাংশ পর্যন্ত অর্থ প্রত্যাহার করলে তা করমুক্ত হবে। এরফলে ইপিএফ, পিপিএফের মতো এনপিএসেও কর ছাড়ের সুবিধা পাবেন সরকার কর্মীরা।