রাজ্যবাসীকে উপহার মোদীর, নতুন সাজে সেজে উঠেছে কলকাতার ৪ ঐতিহাসিক ভবন

Jan 10, 2020, 15:23 PM IST
1/9

মৌমিতা চক্রবর্তী : ঐতিহ্যের শহর, সংস্কৃতির শহর কলকাতাকে এবার কালচারাল স্পেস হিসাবে রাজ‍্যবাসীকে আগামিকাল উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

2/9

কলকাতার চারটি আইকনিক বিল্ডিংয়ের আদল হুবহু এক‌ই রেখে নয়া মোড়কে কাল উন্মোচন হবে সেগুলির।

3/9

কী কী? যথা- ওল্ড কারেন্সি বিল্ডিং, বেলবেডিয়ার বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও মেটক‍্যাফে বিল্ডিং।

4/9

'ওল্ড কারেন্সি বিল্ডিং' ইরানিয় স্থাপত‍্যের এই বাড়ি জুড়ে এখন বাংলার "ঘরে বাইরে"। ৫০০-র বেশি আর্ট‌ওয়ার্কে সাজানো হয়েছে বাড়িটি।

5/9

বেলভেডের হাউসে আইকনস অব ন‍্যাশানালিজমকে খুঁজে পাবেন।

6/9

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর এই বাড়িতে নানা অজানা তথ‍্য ও ছবি থাকবে।

7/9

মেটক‍্যাফ হাউসে রয়েছে 'আমি কলকাতা এগজিবিশন।'

8/9

সেখানে বাংলা চলচিত্রের ১০০ বছরের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

9/9

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ৩টি গ‍্যালারিতে মিলবে স্বদেশী আন্দোলন, রামায়ণের ঘটনা সহ নানা স্থাপত্য।