এবার এক টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ, জলমগ্ন একাধিক এলাকা, কবে দেখা মিলবে রোদের? জানুন
Jul 23, 2020, 15:40 PM IST
1/4
গত সোমবার থেকে শুরু হয়েছে। কখনও একটানা, কখনও বা থেমে থেমে, অঝোর ধারায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই যাচ্ছে। কতদিন চলবে টানা বৃষ্টি? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
2/4
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণে দিকে কিছুটা সরেছে। বাংলাদেশ সন্নিহিত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
photos
TRENDING NOW
3/4
এরফলে বৃহস্পতি ও শুক্রবার মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা।
4/4
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ২৬ তারিখ থেকে মৌসুমী অক্ষরেখা আবারও উত্তর বঙ্গের দিকে থাকতে পারে। তখন পরিস্থিতির বদল হবে।