জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেতে ভালোবাসে না এমন মানুষ নিতান্তই হাতে গোনা। কম কি বেশি, খেতে ভালোবাসে সবাই। আর এখন অনলাইনের যুগে সবসময় নিজের পছন্দের খাবার নিজেকে রেঁধে-বেড়েও খেতে হয় না। ফোনে পছন্দের অ্যাপ খুলে অর্ডার দিলেই হল! নির্দিষ্ট সময় পর আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার পছন্দের খাবার।
2/5
সবচেয়ে বড় পেটুক
এখন সেই খাবার অর্ডার দেওয়াতেই রেকর্ড গড়লেন দিল্লির এক যুবক। এক বছরে ৩০০০ হাজার বারেরও বেশি খাবার অর্ডার দিয়েছেন ওই যুবক! এককথায় বলা যেতেই পারে, ২০২২-এ দেশের সবচেয়ে বড় পেটুক ইনি-ই!
photos
TRENDING NOW
3/5
বছরে ৩,৩০০ অর্ডার
দিল্লির বাসিন্দা ওই যুবকের নাম অঙ্কুর। ২০২২-এ গোটা এক বছরে তিনি মোট ৩,৩৩০ বার খাবারের অর্ডার দিয়েছেন অ্যাপে। আর হয়ে গিয়েছেন 'গ্রেটেস্ট কাস্টমার'।
4/5
দিনে প্রায় ৯টি অর্ডার
অঙ্কের সহজ হিসেব বলছে, প্রতিদিন প্রায় ৯ বার করে খাবার অর্ডার করেছেন অঙ্কুর। তবে একা শুধু অঙ্কুর নন। পেটুকদের তালিকায় আছেন আরও ২ জন।
5/5
কেক-পিত্জার অর্ডার
যাদের মধ্যে একজন গোটা বছরে কেক অর্ডার করেছেন ১০৯৮টি। অন্যদিকে আরেকজন ২৫ হাজার ৪৫৫ টাকার শুধু পিত্জা-ই অর্ডার করেছেন।