Champions Trophy 2025: 'বাবার ফোনের পরই...', অপ্রত্যাশিত ধাক্কা রোহিতদের! দেশে ফিরলেন ১৫০০ উইকেটের মালিক

Morne Morkel Returns Home Due To Family Emergency: ভারতীয় দলের স্টার সদস্য চ্যাম্পিয়ন্স ট্রফি ছেড়ে দেশে ফিরলেন...

Feb 18, 2025, 13:36 PM IST
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

 Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে পিসিবি।      

2/6

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭

Champions Trophy 2017

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।    

3/6

কবে মাঠে নামছে ভারত

Champions Trophy 2025 Team India Schedule

আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। তার আগেই সলতেতে আগুন ধরিয়ে দিল পাকিস্তান। ভারতের গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। তবে বাংলাদেশের বিরুদ্ধে নামার দু'দিন আগে অপ্রত্যাশিত ধাক্কা খেলেন রোহিত শর্মারা!

4/6

দেশে ফিরলেন মর্নি মর্কেল

Morne Morkel Returns Home

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে মহম্মদ শামি, হর্ষিত রানা, ও অর্শদীপ সিংদের কোচ দেশে ফিরে এলেন। দুবাই থেকে দক্ষিণ আফ্রিকা উড়ে গেলেন মর্নি মর্কেল। তাঁর বাবা অ্যালবার্টের মৃত্যুর খবর পেয়েই মর্কেল তড়িঘড়ি দেশ ফিরলেন পরিবারের পাশে থাকতে।   

5/6

মর্কেলকেই বেছে নিয়েছেন গৌতম গম্ভীর

Morne Morkel Becomes India's Fast Bowling Coach

গতবছর অগাস্টে মর্কিল রোহিতদের সংসারে আসেন। একসময়ে ডেল স্টেইন (Dale Steyn) ও ভার্নন ফিল্যান্ডারে সঙ্গে মর্কেলের ত্রিফলা আক্রমণ ছিল প্রতিপক্ষের কাছে ত্রাস। বিশ্বের বাঘা বাঘারা কেঁপে যেতেন। ৬ ফুট ৪ ইঞ্চির মর্কেল, ১৪০ কিমি প্রতি ঘণ্টায় নিয়মিত বল করার সঙ্গেই দিতেন 'ঘাতক' সব বাউন্সার। উচ্চতা কাজে লাগিয়েই বাউন্সার অস্ত্রে নিজেকে করেছিলেন ভয়ংকর ধারাল। ২০২৩ বিশ্বকাপে বাবর আজমদের সংসারে ছিলেন মর্কেল। পাকিস্তানের সঙ্গে পাট চুকিয়ে এসেছিলেন ভারতে।   

6/6

ভারতীয় দলে চাকরি পেয়ে মর্কেল ফোন করেছিলেন বাবাকেই

Morne Morkel Chat With His Father

বিসিসিআই-কে দেওয়া এক সাক্ষাত্‍কারে মর্কেল বলেছিলেন, 'যখন আমি ফোনটা শেষ করি তখন প্রায় পাঁচ মিনিট ঘরে বসে ভাবছিলাম। তারপর প্রথমে বাবাকে ফোন করি। তিনি আমার সঙ্গে কথা বললেন। আমি আমার স্ত্রীর কাছেও যাইনি। সাধারণত মানুষ বলে থাকে যে আগে মানুষ স্ত্রীর কাছে যায়, কিন্তু আমি আমার বাবার সঙ্গে কথা বলেছিলাম। আমি বলছি কারণ, বছরের পর বছর একজন ক্রিকেট ভক্ত আমি। এভবিষ্যতে কী ঘটতে চলেছে তা বুঝতে পেরেছি। এটি আমার জন্য বেশ বিশেষ মুহূর্ত ছিল। আমি প্রায় ৫ থেকে ৭ মিনিট নিজের সঙ্গে উপভোগ করে পরিবারের সঙ্গে ভাগ করেছি যে, আমি ভারতীয় দলের ফাস্টবোলিং কোচ হতে পারি। ভারতে আসতে পেরে আমি খুশি।'