Home Image: 
এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানির মূল্যবান ৫টি জিনিস কী?
Domain: 
Bengali
Section: 
Home Title: 

এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানির মূল্যবান ৫টি জিনিস কী?    

English Title: 
Mukesh Ambani owns these 5 costliest items
Slide Photos: 

প্রথম ভারতীয় হিসেবে ৫ কোটি টাকারও বেশি দামি মেবেক গাড়ি কিনেছেন মুকেশ অম্বানি। নীতার জন্মদিনে গাড়িটি উপহার দেন তিনি। 

একটি জাহাজও রয়েছে মুকেশের। ৩টি ডেক, ৫৮ মিটার লম্বা ও ৩৮ মিটার চওড়া ইয়টটি। এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি দামটি সেটির। 

মুকেশ অম্বানির বিএমডব্লু গাড়ির দাম ১.৪ মিলিয়ন মার্কিন ডলার। 

২০০৭ সালে নিজের স্ত্রী নীতা অম্বানির ৪৪তম জন্মদিনে এ-৩১৯ বিলাসবহুল বিমান উপহার দিয়েছিলেন মুকেশ। ২৫ জন বিমানে থাকতে পারেন। চোখ ধাঁধানো জিনিসপত্র রয়েছে বিমানের ভিতরে। 

ইংল্যান্ডের রানির প্রাসাদ বাকিংহাম প্যালেসের পর বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বাড়ি এন্টিলিয়া। মুম্বইয়ে এই বাড়ির মালিক মুকেশ অম্বানি। বাড়িটির দাম ২ বিলিয়ন মার্কিন ডলার। 

Publish Later: 
No
Publish At: 
Monday, January 14, 2019 - 21:29
Mobile Title: 
এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানির মূল্যবান ৫টি জিনিস কী?
Facebook Instant Gallery Article: 
No