1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
কীভাবে দিনে ১ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া সম্ভব? আধার প্রকল্পের (Unique Identification Authority of India) প্রাক্তন প্রধান বলেন,''টিকা দেওয়ার জন্য ২ লক্ষ লোককে প্রশিক্ষণ দিতে হবে। এর পাশাপাশি গড়ে তুলতে হবে বেসরকারি ও সরকারি ভ্যাকসিন কেন্দ্র। ডিজিটাল যোগসূত্র থাকবে ওই কেন্দ্রগুলির মধ্যে। আধারের ভিত্তিতে দেওয়া হবে টিকা। যাতে একই ব্যক্তিকে দু'বার না দেওয়া হয়। টিকা দেওয়ার পর ওই ব্যক্তি পাবেন ডিজিটাল শংসাপত্র।'
5/7
6/7
কাজটা কতটা শক্ত, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেন,''প্রতিদিন ১৫ লক্ষ মানুষকে আধার ব্যবস্থায় আনা হয়েছিল। ১০০ কোটি মানুষকে আধার কার্ড দিতে লেগেছিল সাড়ে ৫ বছর। দু'বার ভ্যাকসিন দেওয়া হলে লাগবে ২৬০ কোটি। ২ বছরে শেষ করতে হলে প্রতিদিন ৩ লক্ষের বেশি মানুষকে দিলে মাসের শেষে গিয়ে দাঁড়াবে ১০ কোটি। বুঝতেই পারছেন কাজটা কতটা কঠিন!''
7/7
photos