মুকুল রায়ের কাছে নারদের তথ্য রয়েছে, সামনে আসা উচিত, বিস্ফোরক দিলীপ ঘোষ

Sep 27, 2019, 19:58 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: নারদকাণ্ডে মুকুল রায়কে শুক্রবার হাজিরার নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু, হাজিরা এড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা। শনিবার তাঁকে ফের তলব করেছে সিবিআই। তবে এতে দলের ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন দিলীপ ঘোষ। 

2/6

নারদকাণ্ডের সময় মুকুল রায় ছিলেন তৃণমূলে। ভিডিয়োয় দেখা গিয়েছে, নারদকর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন তত্কালীন তৃণমূল নেতা। বৃহস্পতিবার সেই মির্জাকে গ্রেফতার করে সিবিআই। 

3/6

মুকুল রায়কে ডাকায় কি বিজেপির ভাবমূর্তি ক্ষুন্ন হবে? বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, ভাবমূর্তি নতুন করে কী খারাপ হবে! যাদের যাদের নাম এসেছে। আগেও ডেকেছে এখনও ডাকছে। সব তথ্য সামনে আসা উচিত।   

4/6

এদিন দিলীপ ঘোষ বলেন, ''মুকুল রায়কে আগেও ডেকেছে আবার ডাকছে। তাঁর কাছে তথ্য আছে। উনি সে সব বলবেন। বহু লোককে ডাকা হচ্ছে।'' 

5/6

 নারদ স্টিং ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যবসায়ী সেজে আসা নারদ কর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন তত্কালীন তৃণমূল নেতা। মুকুল রায় সাফাই দিয়েছেন, আমি সেই সময় নির্বাচনে দাঁড়ায়নি। অনেক ছবি প্রতিটা টিভি দেখিয়েছে কোথাও আমাকে কেউ দেখাতে পারেনি। আমি টাকা নিইনি।  ওরা ব্যবসার জন্য এসেছিলেন। আমি তখন মির্জার সঙ্গে দেখা করতে বলি। কোনও টাকা লেনদেনের কথা বলিনি।

6/6

শনিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন মুকুল রায়। সূত্রের খবর, ধৃত আইপিএস মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জেরা করতে চায় সিবিআই। আর তার সঙ্গে চালানো হবে নারদের স্টিং ভিডিয়ো। নারদের একটি অংশে কোটি টাকার লেনদেনের প্রসঙ্গ রয়েছে। ওই অংশটি চালিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।