Narayana Murthy: 'বিতর্কিত' মূর্তি-কথা! ৪০ বছর টানা সকাল ৬.৩০ থেকে রাত ৮.৩০ অফিস করেছেন ইনফোসিস কর্তা...

Narayana Murthy: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করুক নতুন প্রজন্ম। এই মন্তব্যের জেরে তুমুল সমালোচনার পর পড়তে হয় নারায়ণ মূর্তিকে। এবার তিনি সেই বক্তব্যকেই স্পষ্ট করে বললেন...

Jan 22, 2025, 21:46 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭০ ঘণ্টা কাজ করতে হবে! এই মন্তব্যে পর দেশব্যাপী বিতর্কের মুখে পড়তে হয়েছিল ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে। ফের তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখলেন। এবং তিনি তাঁর বক্তব্যকে স্পষ্ট করে বলেছেন যে, এটি একটি ব্যক্তিগত পছন্দ এবং কোনও নির্দেশ নয়।

2/6

সোমবার আইএমসি-তে কিলাচাঁদ মেমোরিয়ালে বক্তৃতা দেওয়ার পরে নারায়ণ মূর্তি তাঁর নিজের কর্মজীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে, দীর্ঘ সময় ধরে কাজ করাটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, 'আমি সকাল ৬.৩০ টায় অফিস যেতাম এবং ৮.৩০ টায় ফিরতাম। ৪০ বছর ধরে আমি এটা করেছি।'

3/6

তিনি আরও বলেন যে, 'এটা কোনও বিতর্কের বিষয় নয়। এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ বলতে পারে না, আপনার এটা করা উচিত বা করা উচিত নয়।'

4/6

নারায়ণ মূর্তি বিষয়টি নিয়ে বিতর্কের পরিবর্তে আত্মদর্শনের উপর জোর দিয়েছিলেন। তিনি বলেন, 'আমি যে পরামর্শ দিয়েছি তা নিয়ে মানুষকে খুব বেশি আলোচনা বা বিতর্ক করার দরকার নেই। বরং, প্রত্যেক ব্যক্তিরই  নিজের জন্য কাজের সঠিক বোঝা গুরুত্বপূর্ণ।'

5/6

এছাড়াও ৭৮ বছর বয়সী নারায়ণ মূর্তি দেশের দরিদ্রদের উন্নতি করার নৈতিক দায়িত্ব সম্পর্কেও কথা বলেছেন।

6/6

এর আগে, লারসেন অ্যান্ড টুব্রো-র চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যমের ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ নিয়ে যখন গোটা দেশ তোলপাড় হয়। সেই সময়ে নারায়ণ মূর্তির এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।