Deadly Road Accident: হাড়হিম রবিবার! উঁচু পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে দু'টুকরো হয়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত্যু, হাহাকার, দেহের পর দেহ...
Bus Accident: কয়েকদিন আগেই তিন কিশোরের মৃত্যু ঘটেছিল ভয়ংকর এক পথদুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটেছিল ড. মনমোহন সিং এক্সপ্রেসওয়েতে। আজ, রবিবার ফের দুর্ঘটনা ও প্রাণহানি। ঠিক কী ঘটল?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মর্মান্তিক পথদুর্ঘটনা। এবার অবশ্য বাংলা নয়। মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিকে নাসিক-গুজরাত হাইওয়েতে ঘটল এই দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ল একটি লাক্সারি বাস। কয়েকদিন আগেই তিন কিশোরের মৃত্যু ঘটেছিল ভয়ংকর এক পথদুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটেছিল ড. মনমোহন সিং এক্সপ্রেসওয়েতে। এই সড়কটি সদ্য খুলেছে। আজ, রবিবার ফের দুর্ঘটনা ও প্রাণহানি। ঠিক কী ঘটেছিল?
1/6
সড়ক দুর্ঘটনা
photos
TRENDING NOW
3/6
ঘটনাস্থলেই মৃত্যু
photos