Deadly Road Accident: হাড়হিম রবিবার! উঁচু পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে দু'টুকরো হয়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত্যু, হাহাকার, দেহের পর দেহ...

Bus Accident: কয়েকদিন আগেই তিন কিশোরের মৃত্যু ঘটেছিল ভয়ংকর এক পথদুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটেছিল ড. মনমোহন সিং এক্সপ্রেসওয়েতে। আজ, রবিবার ফের দুর্ঘটনা ও প্রাণহানি। ঠিক কী ঘটল?

| Feb 02, 2025, 10:27 AM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মর্মান্তিক পথদুর্ঘটনা। এবার অবশ্য বাংলা নয়। মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিকে নাসিক-গুজরাত হাইওয়েতে ঘটল এই দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ল একটি লাক্সারি বাস। কয়েকদিন আগেই তিন কিশোরের মৃত্যু ঘটেছিল ভয়ংকর এক পথদুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটেছিল ড. মনমোহন সিং এক্সপ্রেসওয়েতে। এই সড়কটি সদ্য খুলেছে। আজ, রবিবার ফের দুর্ঘটনা ও প্রাণহানি। ঠিক কী ঘটেছিল?

1/6

সড়ক দুর্ঘটনা

মহারাষ্ট্রের নাসিক-গুজরাট হাইওয়েতে ভয়ংকর এই সড়ক দুর্ঘটনাটি ঘটল আজ, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ।

2/6

সাতপুরা ঘাটে

সাতপুরা ঘাটের কাছে একটি লাক্সারি বাস ২০০ ফুট খাদে গিয়ে পড়ে!

3/6

ঘটনাস্থলেই মৃত্যু

৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু, ১৫ জন গুরুতর আহত। আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

4/6

দু'টুকরো

খাদে পড়ার পরে বাসটি দু'টুকরো হয়ে গিয়েছে। ভয়াবহ!‌

5/6

দেবদর্শনে

বাসটি নাসিক থেকে গুজরাটের দিকে যাচ্ছিল। যাত্রীরা দেবদর্শনে বেরিয়েছিলেন।

6/6

মধ্যপ্রদেশের

বাসটির যে কজন আহত যাত্রী হাসপাতালে ভর্তি, তাঁরা সকলেই মধ্যপ্রদেশের।