লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এনডিএ, আভাস জি ২৪ তাসের সমীক্ষার

Mar 09, 2019, 23:56 PM IST
1/5

লোকসভা ভোটে বৃহত্তম জোট হলেও একক সংখ্যাগরিষ্ঠতার আগে থমকে যেতে হচ্ছে এনডিএ-কে। এমনটাই ইঙ্গিত দিল জি গ্রুপের মরাঠি সংবাদ চ্যানেল জি ২৪ তাস।   

2/5

৫৪৩ আসনের লোকসভায় কংগ্রেস নেতৃ্ত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৬৫ আসন। বাকি অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১১৪টি।   

3/5

লোকসভা ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২টি আসন। কিন্তু সেই সংখ্যায় পৌঁছতে পারছে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তাদের সংগ্রহে ২৬৪টি আসন। অর্থাত্ ৮টি আসন কম। 

4/5

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট জিততে পারে ৪৮টির মধ্যে ৩০টি। উত্তরপ্রদেশে সপা-বসপা জোট হলেও বিজেপির ঝুলিতে আসছে ৫০টি আসন। সপা-বসপা জোটের প্রাপ্তি হতে পারে ২৫টি। ফলে উত্তরপ্রদেশই ধাক্কা দিচ্ছে বিজেপিকে। 

5/5

পুলওয়ামা হামলা, তারপর এয়ার স্ট্রাইকের পর জাতীয়তাবাদকে হাতিয়ার করেছে বিজেপি। আর তাতেই ভোট বৈতরণী পার হওয়া সম্ভব বলে মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব।