করোনা ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, NEET নিয়ে অনড় সুপ্রিম কোর্ট

Sep 09, 2020, 15:18 PM IST
1/5

ইতিমধ্যেই হয়ে গিয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। আগামী ১৩ সেপ্টেম্বর হবে সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা।  তার পরেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টার খামতি নেই। এনিয়ে সুপ্রিম কোর্টে করা একটি আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

2/5

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের বেশ কয়েকটি রাজ্যই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল শীর্ষ আদালতে। কিন্তু কেন্দ্র ও সুপ্রিম কোর্ট অনড়। এনিয়ে বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে একটি বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।

3/5

করোনা সংক্রমণ ও বিহারের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে NEET অন্তত ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। পড়ুয়াদের পক্ষে আইনজীবী বলেন, বিহারে বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। রাজ্যে NEET দেওয়ার জন্য মাত্র ২টি সেন্টার রয়েছে। এতে পরীক্ষার্থীদের অসুবিধা হবে। শীর্ষ আদালত ওই যুক্তি খারিজ করে দেয়।

4/5

এদিন বেঞ্চের তরফে বলা হয়, কয়েক দিনের মধ্যেই পরীক্ষা হবে। বিভিন্ন রাজ্যের পরীক্ষার বিভিন্ন তারিখ হতে পারে না। কনটেনমেন্ট জোনের পরীক্ষার্থীদের কী হবে তা সংশ্লিষ্ট দফতর ভাববে। এনিয়ে আদালত কোনও নির্দেশ দিতে পারে না।  

5/5

সম্প্রতি ৬ বিরোধী  রাজ্যের দাখিল করা এক আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই আবেদনটি করেন, রাজস্থান, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের ৬ মন্ত্রী। তারপরও এই আবেদন করা হয়।