এভারেস্টের উচ্চতা নিয়ে যুক্তি তক্কের অবসান,সহমত প্রকাশ করল নেপাল -চিন

Dec 08, 2020, 16:12 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: এতদিন এভারেস্টের সঠিক উচ্চতা কত তাই নিয়ে যুক্তিতক্ক ছিল। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত জিজ্ঞাসা করলে, প্রথমেই যেটা ভাবতে হত তা হল কাকে জিজ্ঞাসা করা হচ্ছে! চিন নাকি নেপাল ? 

2/7

যদি উত্তর নেপাল হয় তবে, উচ্চতা ২৯,০২৮ ফিট। আর যদি উত্তর চিন হয় তাহলে এভারেস্টের উচ্চতা ২৯,০১৭। 

3/7

দুটো উত্তরের মধ্যে রয়েছে ১১ ফিটের তফাৎ। তাহলে কোনটা সঠিক? ১৯৫৫ সালে ভারত  সমীক্ষা করে জানিয়েছিল এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। 

4/7

বরফ সহ নতুন যে উচ্চতা ঘোষণা করা হয়েছে তা হল ৮৮৪৮.৮৬ মিটার। 

5/7

 যুক্তিতক্কের অবসান করে এই উচ্চতার পরিমাপের সঙ্গে সহমত প্রকাশ করেছে চিন নেপাল।  এখন এভারেস্টের উচ্চতা ধরা হবে ৮৮৪৮.৮৬ মিটার (২৯০৩১.৬৯ ফিট)।

6/7

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ জ্ঞাওয়ালি এবং চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি উভয়ই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেপালি পররাষ্ট্রমন্ত্রী এটিকে একটি "বিশেষ এবং ঐতিহাসিক মুহূর্ত" বলে জানিয়েছেন। চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, "উভয় দেশ মিলে যে সহমত হয়েছে, এই একতা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে .... এবং চীন নেপাল বন্ধুত্ব চিরকাল স্থায়ী হবে"

7/7

প্রকল্পের অংশ হিসাবে উভয় পক্ষই মাটিতে অভিযান দল পাঠিয়েছিল।