New Delhi election result: আসল 'খেলা খেলে' মধ্যবিত্ত শ্রেণী! দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ...

AAP defeated in Delhi and BJP wins: দিল্লি বিধানসভা নির্বাচনে কেন এভাবে ভরাডুবি হল আপের? উঠে আসছে বিভিন্ন কারণ। তারমধ্যে যে ৫টি কারণ সবচেয়ে বড় তা হল...

Feb 08, 2025, 14:50 PM IST
1/6

দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ

Why AAP defeated in Delhi 5 reasons

New Delhi election result: দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে পরাজিত আপ, জয়ী বিজেপি। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরছে বিজেপি। বিজেপির ঝুলিতে ৪৮ আসন। আর আপের ২২। কেজরিওয়াল নিজেও হেরে গিয়েছেন। নিউ দিল্লি আসনে ৪০০০ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রবেশ ভার্মার কাছে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল। ওদিকে জংপুরায় পরাজিত মণীশ সিসোদিয়াও। মাত্র ২৭০০ ভোটে কালকাজি আসনে জিতে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনা। কিন্তু পরাজিত সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈন প্রমুখ। 

2/6

দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ

Why AAP defeated in Delhi 5 reasons

কেন এভাবে ভরাডুবি হল আপের। উ্ঠে আসছে বিভিন্ন কারণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে গেমচেঞ্জার বা কিংমেকার্স হচ্ছে 'মিডল ক্লাস' বা মধ্যবিত্ত শ্রেণি। উ্ত্তর, পশ্চিম, দক্ষিণ, সেন্ট্রাল ও নিউ দিল্লির যেসকল আসনে মধ্যবিত্ত শ্রেণির প্রভাব বেশি, তার বেশিরভাগেই জিতেছে বিজেপি। 

3/6

দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ

Why AAP defeated in Delhi 5 reasons

রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে নির্মলার ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় বিজেপির জন্য ট্রাম্প কার্ড হয়েছে। ওদিকে বায়ুদূষণ থেকে জলদূষণ, পরিকাঠামোগত সেভাবে কোনও উন্নয়ন না হওয়া আপ সরকারের প্রতি বিমুখ করেছে মধ্যবিত্তকে। 

4/6

দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ

Why AAP defeated in Delhi 5 reasons

দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক মুখেই অষ্টম পে কমিশনের ঘোষণা বিজেপির জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। কারণ দিল্লিতে বিপুল সংখ্যক ভোটার সরকারি কর্মী। 

5/6

দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ

Why AAP defeated in Delhi 5 reasons

পাশাপাশি পূর্বাঞ্চলী ভোটাররাও আপের থেকে মুখ ফিরিয়ে বিজেপির দিকে ঝুঁকেছে। এরকম ২৫টি আসনে বিজেপি জিতেছে। যেখানে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা পূর্বাঞ্চলীয় ভোটারদের প্রভাব বেশি। 

6/6

দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ

Why AAP defeated in Delhi 5 reasons

একইসঙ্গে একদা আন্না হাজারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা অরবিন্দ কেজরিওয়ালের নিজেরই আবগারি দুর্নীতির দায়ে জেলে যাওয়া ভালোভাবে নেয়নি মানুষ।