কোভিড আবহে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা নয়
Dec 07, 2020, 20:19 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে কোনও বার্ষিক পরীক্ষা এবার হবে না। কোনও পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে।
2/5
আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে মধ্য়শিক্ষা পর্ষদ। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে, অতিমারী পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষাও হবে না।
photos
TRENDING NOW
3/5
প্রয়োজনে স্কুল মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট নিতে পারে। একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে যে, এখন বার্ষিক পরীক্ষা না হলেও, স্কুল খুললে শিক্ষক-শিক্ষিকাদের পুরনো ক্লাসের পড়া রিভাইস করে তারপরই নতুন সিলেবাস শুরু করতে হবে।
4/5
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গত মার্চ মার্স থেকেই বন্ধ রয়েছে স্কুল, কলেজ। প্রথমে স্থগিত পরে বাতিল করে দেওয়া হয় উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাও। গড় নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।