২০২১ সালের আইপিএলেও ধোনিকে ধরে রাখবে চেন্নাই: এন শ্রীনিবাসন
Jan 19, 2020, 14:37 PM IST
1/5
বিসিসিআই সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে ধোনিকে বাদ দেওয়ার পর থেকেই রোজই খবরের শিরোনামে মহেন্দ্র সিং ধোনি।
2/5
২০১৯ বিশ্বকাপ সেমি ফাইনালের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। বিসিসিআই তাঁকে সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ দিয়ে দিল। এরপর অনেকেই মনে করছেন,জাতীয় দলে ফেরার রাস্তা ধোনির জন্য আরও কঠিন হয়ে দাঁড়াল।
photos
TRENDING NOW
3/5
২০২০ সালে আইপিএলে চেন্নাই-এর খেলতে দেখা যাবে মাহিকে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের রঞ্জি প্রস্তুতিতে অনুশীলন করতে দেখা গিয়েছে ধোনিকে।
4/5
এক অনুষ্ঠানে এন শ্রীনিবাসন বলেন, লোকেরা বলতে শুরু করেছে আর কতদিন খেলবে ... কবে অবসর নেবে... ও(ধোনি) খেলবে। আমি আশ্বস্ত করছি। এই বছর তো খেলবেই। পরের বছর নিলামেও ও যাবে। আর আমরা ওকে রিটেন করব। কারোর মনে নিশ্চই কোনও আর সন্দেহ নেই।
5/5
শ্রীনি আরও জানান, আমার সঙ্গে ওর জাতীয় দলে ফেরার বিষয়ে কোনও কথা হয়নি। তবে আইপিএলে খেলার ব্যাপারে কথা হয়েছে। ও ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গেই আপাতত আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে।