Home Image: 
ক্লাস টু পর্যন্ত হোমওয়ার্ক নয়, স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের ১০ শতাংশ হতে হবে, সুপারিশ কেন্দ্রের
Domain: 
Bengali
Section: 
Home Title: 

ক্লাস টু পর্যন্ত হোমওয়ার্ক নয়, স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের ১০ শতাংশ হতে হবে, সুপারিশ কেন্দ্রের 

 

English Title: 
No homewok up to class two, caps in school bag wieght, suggests Cenre in National education Policy
Slide Photos: 

পাঠ্য বই নির্বাচনের সময়ে খেয়াল রাখতে হবে তা যেন ভারী না হয়। বইয়ের ওপরে তার ওজন লেখা থাকতে হবে।

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সুপারিশ হল, পড়ুয়াদের স্কুল ব্যাগের মধ্যে জিনিপত্র রাখার জন্য প্রয়োজনীয় প্রকোষ্ঠ থাকতে হবে। ব্যাগের স্ট্রাপ হবে প্যাড দেওয়া যাতে তা পড়ুয়ার কাঁধে চাপ দিতে না পারে। স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে যাতে পড়ুয়াদের বাড়ি থেকে টিফিন আনতে না হয়। 

সুপারিশে আরও বলা হয়েছে, স্কুলে পড়ুয়াদের ব্যাগের ওজন মাপার জন্য ডিজিটাল যন্ত্র রাখতে হবে। এবং পড়ুয়াদের ব্যাগের ওজনের ওপরে নিয়মিত নজর রাখতে হবে।

স্কুল পড়ুয়াদের ব্যাগের ভার এতটাই থাকে যে তা অনেকসময় অভিভাবকদের বয়ে নিয়ে যেতে হয়। ন্যাশনাল এড়ুকেশন পলিসি বলছে, ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন তার নিজের ওজনের ১০ শতাংশের মধ্যে থাকতে হবে। ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েল্ভ পর্যন্ত পড়ুয়াদের ২ ঘণ্টার বেশি হোমওয়ার্ক দেওয়া যাবে না।

স্কুল পড়ুয়াদের ওপরে চাপ লাঘবের জন্য একগুচ্ছ সুপারিশ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ওই সুপারিশে বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত কোনও হোমওয়ার্ক নয়, স্কুলে লকারের ব্যবস্থা করতে হবে, থাকতে হবে পানীয় জলের ব্যবস্থা।

 

Publish Later: 
No
Publish At: 
Wednesday, December 9, 2020 - 12:23
Mobile Title: 
ক্লাস টু পর্যন্ত হোমওয়ার্ক নয়, স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের ১০ শতাংশ হতে হবে
Facebook Instant Gallery Article: 
No