Home Image: 
অবসাদের মধ্যে দিন কাটিয়েছি, এক প্রতিবেদনে একথা পড়ে বাবা কাঁদতে শুরু করলেন : নুসরত
Domain: 
Bengali
Home Title: 

অবসাদের মধ্যে দিন কাটিয়েছি, এক প্রতিবেদনে একথা পড়ে বাবা কাঁদতে শুরু করলেন : নুসরত

English Title: 
Nushrat Bharucha on Battling Depression: ‘My Father Started Crying, Told Me I Never Knew You Went Through All This’
Slide Photos: 

নুসরতের পরিবারের কেউ গুজরাটে থাকেন আবার কেউ থাকেন আমেরিকাতে। বর্তমান পরিস্থিতিতে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেও জানিয়েছেন নুসরত বারুচা।

এর আগে নুসরত এক সাক্ষাৎকারে নুসরত বলেছিলেন, ''আমার একটা সুন্দর পরিবার রয়েছে, সেটা আমার কাছে আশীর্বাদ। ''

নুসরতের কথায়, ''ওই দিনগুলো আমি এক্কেবারেই সাধারণ জীবন কাটিয়েছি। আমার চারপাশে কী ঘটছিল, কোনওকিছুর খবরই আমার কাছে ছিল না। ''

নুসরতের কথা প্রসঙ্গে তাঁর মা বলেন, ''আমরাও ওর উপর আর কোনও চাপ সৃষ্টি করতে চাইনি।  ওকে ওর মতো থাকতে দিতে চেয়েছিলাম।''

নুসরত বলেন,  যদিও আমার বাড়ির লোক সন্দেহ করতো আমার কিছু একটা সমস্যার মধ্যে আমি রয়েছি।

নুসরতের কথায়, ''আমি আসলে আমার পরিবারকে কখনওই জানাতে চাইনি, যে আমি এই কতটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছি।''

নুসরতের কথায়, ''বাবা কাঁদতে কাঁদতে আমায় বললেন আমি জানতামই না তোমার উপর সঙ্গে এইসব ঘটেছে।''

নুসরত বলেছেন, ''আমার বাবা ইন্টারভিউটা বের হওয়ার দিন রাতে ওটা দেখেছিলেন। আমি যখন বাড়ি ফিরলাম, বাবা কেঁদে ফেলেছিলেন। ''

গতবছরই বেশকিছু প্রতিবেদনে নুসরত বারুচার অবসাদের সঙ্গে লড়াই করার কথা লেখা হয়। এদিকে মেয়ের এই অবসাদের মধ্যে দিয়ে কাটানোর বিষয়টি জানা ছিল না অভিনেত্রীর বাবারও।

সম্প্রতি 'পিঙ্কভিলা'-কে দেওয়া সাক্ষাৎকারে অবসাদের সঙ্গে নিজের লড়াই নিয়ে মুখ খুলেছেন নুসরত। 

নুসরতকে ভিডিয়ো কলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, মণীষ মালহোত্রা সহ তাঁর বি-টাউনের বন্ধুরা। 

১৭ মে রবিবার নিজের ৩৫ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউড অভিনেত্রী নুসরত বারুচা। লকডাউনে নুসরত তাঁর জন্মদিনটা নিজের পরিবারের সঙ্গেই সেলিব্রেট করছেন।

Publish Later: 
No
Publish At: 
Sunday, May 17, 2020 - 19:40
Mobile Title: 
অবসাদের মধ্যে দিন কাটিয়েছি, এক প্রতিবেদনে একথা পড়ে বাবা কাঁদতে শুরু করলেন : নুসরত
Facebook Instant Gallery Article: 
No