Home Image: 
স্বাধীনতা দিবসে বসিরহাট জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার কথা বললেন নুসরত জাহান
Domain: 
Bengali
Home Title: 

স্বাধীনতা দিবসে বসিরহাট জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার কথা বললেন নুসরত জাহান

English Title: 
Nusrat Jahan at Basirhat District Hospital, talks about Corona Ward
Slide Photos: 

তাঁর কথায়, এই মুহূর্তে একটি কোভিড ওয়ার্ড  খুবই জরুরী, ওখানকার হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো থাকলে আক্রান্তদের আর দূরবর্তী হাসপাতালে ছুটে যেতে হবে না।

 হাসপাতালে গিয়ে কোভিড ১৯ আক্রান্তদের খোঁজখবর নেন তিনি।

এদিন বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন নুসরত।

স্বাধীনতা দিবস উপলক্ষে বসিরহাট জেলা হাসপাতালে পতাকা উত্তোলন করেন সাংসদ, অভিনেত্রী। 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই বসিরহাটে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দুহাজার ছাড়িয়ে গিয়েছে। 

 বসিরহাট জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন নুসরত এবং তাঁদের সঙ্গে হাসপাতালে নতুন কোভিড ওয়ার্ড খোলার বিষয়ে আলোচনা করেন। 

১৫ অগস্ট, বসিরহাটের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছোন নুসরত।

বসিরহাটে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বসিরহাট হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার কথা বললেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। 

Publish Later: 
No
Publish At: 
Saturday, August 15, 2020 - 17:26
Mobile Title: 
স্বাধীনতা দিবসে বসিরহাট জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার কথা বললেন নুসরত জাহান
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami