Salt lake Accident: ফের দুর্ঘটনা সল্টলেকে। গাড়ির গতি বেলাগাম থাকায় গাড়ির চালক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ম্যাটাডোরে।
Feb 01, 2025, 09:23 AM IST
1/6
অয়ন ঘোষাল: ফের শহরের বুকে বেলাগাম গতির ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ ওলা চালক। ফের দুর্ঘটনা সল্টলেকে।
2/6
সকাল ৫ টা ৫০ মিনিটে সেক্টর ফাইভ থেকে ওলা করে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন সেক্টর ফাইভে একটি সংস্থায় নাইট শিফট এ কর্মরত এক তরুণী। নিক্কো পার্ক ক্রস করার পর রাস্তা কিছুটা চওড়া হতেই গতি বাড়িয়ে প্রায় ৮০ ছাড়িয়ে যান ওলা চালক।
photos
TRENDING NOW
3/6
এক প্রত্যক্ষদর্শী, যিনি নিজেও আইটি কর্মী এবং বাড়ি ফিরছিলেন, তিনি জানান তাঁর বাইকের গতিই ৬০ থেকে ৬৫ ছিল।
4/6
তাঁর থেকে অনেক বেশি গতিতে তাঁর বাইক ওভারটেক করার পর সেডান মডেলের গাড়িটি ঝড়ের বেগে সামনের দিকে এগোতেই বিপত্তি।
5/6
সিগন্যাল হঠাৎ লাল হওয়ায় পূর্ত দফতরের একটি ম্যাটাডোর ব্রেক কষে। ওলা গাড়ির গতি বেলাগাম থাকায় গাড়ির চালক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পূর্ত দফতরের গাড়ির পিছনে ধাক্কা মারে।
6/6
গাড়ির বিভিন্ন অংশ খুলে রাস্তায় ছিটকে পড়ে। এয়ার ব্যাগ খুলে যায়। পিছনের আসনে বসা ওই তরুণী ছিটকে সামনে চলে আসেন। পরে পুলিস তরুণীকে হাসপাতালে পাঠায়। চালককে আটক করা হয়েছে। গাড়ি রেকার ভ্যান দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।