মেয়ের বাড়িতে ঘুরতে এসে বন্ধ প্রাতঃভ্রমণ, গৃহবন্দি-ডিপ্রেশন কাটাতে প্রৌঢ়া নিলেন চরম সিদ্ধান্ত

Jul 27, 2020, 14:38 PM IST
1/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

গৃহবন্দি আমরা প্রত্যেকেই। বাড়ছে মনের ‘নিম্নচাপ’। দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা আমরা প্রতেকেই। আবার এই পরিস্থিতিতে অনেকেই সেটা পারছেন না। জীবনের প্রতি আসক্তি হারিয়ে ফেলছেন। আতঙ্কে অবসাদে বাড়ছে আত্মহত্যার ঘটনা। এবার মেয়ের বাড়িতে ঘুরতে এসেই আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া।  

2/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

দমদম দেবী নিবাস রোডের দেবী কমপ্লেক্সের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়া। মৃতার নাম আল্পনা দাস। বয়স ৬২।

3/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। জামাই ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই কথা বলা কমিয়ে দিয়েছিলেন আল্পনাদেবী। সোমবার সকালে সকলের অলক্ষ্যে ছাদে চলে যান। এরপরই জোরে কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। মেয়ের বাড়িতে ঘুরতে এসে কেন আত্মহত্যা করলেন, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিসও।  

4/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

স্থানীয় কাউন্সিলরের দাবি, করোনা পরিস্থিতির জন্য বয়স্কদের প্রাতঃভ্রমণও এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাঁরা আরও গৃহবন্দি হয়ে পড়েছেন, তা থেকেও বাড়ছে মানসিক অবসাদ। দমদম থানার পুলিস ঘটনার তদন্ত করছে।