লন্ডনে সব থেকে পুরনো ভারতীয় রেস্তোঁরা এবার বন্ধ হওয়ার মুখে

Aug 07, 2020, 13:53 PM IST
1/5

১৯৩৯ সালে পূর্ব লন্ডনের হোয়াইটশ্যাপেলে তৈরি হয়েছিল হালাল রেস্তোঁরা। লন্ডনের অন্যতম পুরনো ও ঐতিহ্যশালী রেস্তোঁরা এটি। কিন্তু করোনার জন্য এই রেস্তোঁরার অস্তিত্ব সংকটে।

2/5

হালাল রেস্তোঁরার ইন্ডিয়ান কারি জনপ্রিয়। লন্ডনের প্রবাসী ভারতীরা তো বটেই, ব্রিটিশরাও এখানকার খাবার বেশ পছন্দ করেন।

3/5

করোনার জন্য হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। হালাল রেস্তোঁরাতেও করোনা ও লকডাউনের প্রভাব পড়েছে। 

4/5

এতদিনের ঐতিহ্যশালী রেস্তোঁরা কি তবে বন্ধের মুখে! এই রেস্তোরাঁর মালিক মেহরাজ এদিন টুইটারে সাহায্যের আবদন করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বাবার তৈরি এই রেস্তোরাঁ এখন ভোজনরসিকদের অভাবে ধুঁকছে। 

5/5

ঐতিহ্যশালী এই রেস্তোরাঁর প্রতি লোকজনকে ভালবাসা প্রদর্শনের জন্য বলেন মেহরাজ। তাঁর এমন টুইটের পর অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেক মানুষ এই রেস্তোরাঁর সঙ্গে জড়িত তাঁদের স্মৃতির কথা তুলে ধরেন।