জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ু ও পুদুচেরীতে প্রস্তুত নৌসেনা-এনডিআরএফ। উদ্ধারকাজে ঝাঁপানোর জন্য প্রস্তুত জাহাজ ও বিমান।
2/6
এখন কোথায় অবস্থান
উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে দিল্লি মৌসম ভবন জানাচ্ছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বদিকে যা করাইকাল থেকে ৮৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ও চেন্নাই থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপূর্বে গভীর নিম্নচাপ হয়েছে। সেই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
photos
TRENDING NOW
3/6
ঘূর্ণিঝড়ের গতিপথের অভিমুখ কোনদিকে?
আগামিকাল বৃহস্পতিবার তা পৌঁছতে পারে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে। তেমনই সম্ভাবনা রয়েছে। তারপর সেটি পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে।
4/6
কমলা সতর্কতা জারি
যে কারণে ভারতীয় মৌসম ভবন বৃহস্পতিবারের জন্য তামিলনাড়ুর ১৩ জেলায় ও শুক্রবারের জন্য ১২ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের মান্দাস নামটি বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী।
5/6
১৩ জেলায় কমলা সতর্কতা
৮ তারিখ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেংগালপাত্তু, ভিল্লুপুরম, কাল্লাকুরিচি, কুড্ডালোর, আরিয়ালুর, পেরামবালুর, মায়িলাদুথুরাই, তাঞ্জাভুর, তিরুভারুর ও নাগাপট্টিনামে।