অস্কারের মঞ্চে ইরফান স্মরণ, Nomadland-এর জয়জয়কার

Apr 26, 2021, 10:24 AM IST
1/11

অস্কারের ম়ঞ্চে এবার 'নোম্য়াডল্য়ান্ড' ছবির জয়জয়কার। জেসিকা ব্রুডারের কাহিনি অবলম্বনে এই মর্কিনি ছবি পরিচালনা করেছেন এশীয় পরিচালক ক্লোয়ি ঝাও। সেরা ছবির অস্কার পেল 'নোম্য়াডল্য়ান্ড'।

2/11

'নোম্য়াডল্য়ান্ড' ছবির জন্য়ই সেরা অভিনেত্রীর অস্কার পেলেন ফ্র্যান্সিস ম্য়াকডরম্য়ান্ড। এই নিয়ে তৃতীয়বার অস্কার জিতলেন তিনি।

3/11

সেরা অভিনেতার অস্কার গেল 'দ্য ফাদার'-এর ঘরে। ৮৩ বছর বয়সে এই শিরোপা পেলেন অ্য়ান্থনি হপকিন্স। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে 'দ্য় সাইলেন্স অফ দ্য ল্য়াম্বস' ছবির জন্য় অস্কার পেয়েছিলেন তিনি।

4/11

সেরা রূপান্তিত চিত্রনাট্যের অস্কার পেল 'দ্য় ফাদার'। ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার যৌথভাবে নিলেন এই অস্কার।

5/11

সেরা অরিজিনাল চিত্রনাট্য়ের অস্কারও পেলেন এক মহিলা। এমারেল্ড ফেনেল। ছবি 'প্রমিসিং ইয়ং ওম্য়ান'। অস্কারের ইতিহাসে তিনি পঞ্চম মহিলা, যিনি সেরা চিত্রনাট্যকারের অস্কার পেলেন।

6/11

'অ্য়ানাদার রাউন্ড', থমাস ভিন্টারবার্গ পরিচালিত ছবি জিতে নিল সেরা আন্তর্জাতিক সিনেমার অস্কার। পরিচালক তাঁর কন্য়া ইদাকে উৎসর্গ করেন পুরস্কার. ছবি শুটিং শুরু হওয়ার ৪ দিনের মাথায় দুর্ঘটনায় মৃত্যু হয় ইদার। চোখের জল সামলাতে পারলেন না পরিচালক।

7/11

এবারও সেরা পরিচালকের অস্কার এল এশিয়ায়। 'নোম্য়াডল্যান্ড' ছবির পরিচালক ক্লোয়ি ঝাও জিতে নিলেন শ্রেষ্ঠ পরিচালকের অস্কার। গত বছরও বং জুন হো তাঁর ছবি 'প্যারাসাইট' ছবির জন্য ছিনিয়ে নিয়েছিলেন দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এবার ক্সোয়ি ঝাও। অবশ্য় েশীয় মহিলা পরিচালক হিসাবে আগেই পথ দেখিয়েছিলেন অ্যাঙ লি।

8/11

নেটফ্লিক্স এবারও তার প্রভাব দেখালো অস্কারের মঞ্চে। নেটফ্লিক্স প্রয়োজিত ছবি 'মাঙ্ক' পেল সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কার। এই নিয়ে নেটফ্লিক্সের ঘরে গেল দ্বিতীয় অস্কার, লাগাতার দুবার।

9/11

সেরা শব্দ প্রক্ষেপণের শিরোপা পেল 'সাউন্ড অফ মেটাল'। প্রাপক নিকোলাস বেকার, জেইম বখস্ত, মিশেল কুটোলেঙ্ক, কার্লস কোর্টেস, ফিলিপ  ব্লাধ। সেরা এডিটিংয়ের শিরোপাও পেল এই ছবি.

10/11

সেরা অ্য়ানিমেটেড শর্ট ফিল্মের অস্কার পেল 'ইফ এনিথিং হ্যাপেনস আই লভ ইউ'

11/11

সেরা ভিস্য়ুয়াল এফেক্টসের শিরোপা পেল ক্রিস্টোফার নোলানের ছবি 'টেনেট'