পাঁচ নয়, এক বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটি! সুপারিশ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির
Aug 06, 2020, 11:34 AM IST
1/5
পাঁচ বছর আর অপেক্ষা করতে হবে না। কোনও সংস্থায় এক বছর কাজ করলেই সেই কর্মী গ্র্যাচুইটি-র দাবিদার হবেন। এমনই হতে চলেছে এবার।
2/5
শ্রম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সরকারের কাছে সুপারিশ করেছে, গ্র্যাটুইটি আইনে যেন বদল আনা হয়। এবার থেকে কোনও কর্মী যেন নির্দিষ্ট সংস্থায় এক বছর কাজ করলেই গ্র্যাচুইটির প্রাপ্য অর্থ পান।
photos
TRENDING NOW
3/5
অনেক সময় দেখা যায়, কোনও সংস্থা পাঁচ বছরের আগেই কর্মীকে ছাঁটাই করে দেয়। ফলে ওই কর্মী গ্র্যাচুইটির প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হন। তাই নিয়মে বদল চায় শ্রম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।
4/5
অবিলম্বে কর্মীদের গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কাজের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে এক বছর করার জন্য একাধিক কারণ দেখিয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। এমনিতেই করোনার জন্য বহু মানুষ কাজ হারিয়েছেন। পুরনো নিয়ম বলবত্ থাকায় অনেকেই গ্র্যাচুইটির টাকা পাননি।
5/5
৩১ জুলাই লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে 'কোড অফ সোশ্যাল সিকিওরিটি, ২০১৯' জমা দিয়েছে শ্রম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সেখানেই গ্র্যাচুইটি পাওয়ার নিয়মে বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে।