Durga Puja 2022 : অন্ধকারের থেকে আলোয় উত্তরণ, অন্তর্শক্তির হদিশ চোরবাগানে!

Sep 24, 2022, 11:43 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’। এইভাবেই অন্তরের আলো হল আমাদের শক্তির উৎস। আর এই অন্তরের শক্তিকে ফুটিয়ে তুলতে এবছর চোরবাগান সর্বজনীনের থিম ‘অন্তর শক্তি’।

2/6

এই জেট দুনিয়ায়, প্রত্যেকেই এখন ইদুর দৌড়ে ব্যস্ত। একারণেই বাচ্চা থেকে বুড়ো, অধিকাংশ মানুষ এখন হীনমন্যতায় ভুগছেন। সেই সব মানুষকে চোরবাগান সর্বজনীন আরও একবার মনে করিয়ে দিতে চায়, তাদের অন্তরের শক্তির কথা।   

3/6

পুরো প্যান্ডেল সাজানো ভাঙা কাচের টুকরো, কাচের বোতল দিয়ে। সেই ভাঙা কাচের সঙ্গে বিভিন্ন রঙের আলোর সংমিশ্রণে এক মায়াবি পরিবেশ তৈরি হয়েছে।

4/6

সাফ্য়ল্যের সিঁড়ি চড়ার পথে কাছের মানুষেরা পাশে থাকে বটে। তাঁদের থাকার কারণে লড়াইটা আপেক্ষিকভাবে একটু সহজ লাগলেও, আদতে কিন্তু তা হয় না। মানুষে, তাঁর আকাঙ্ক্ষা পূরণ করেন অবশেষে নিজের মনের জোরে।

5/6

নিজের জেদ, নিজের তাগিদ এবং নিজের মনোবল ছাড়া, কখনই বিপদের পাহাড় অতিক্রম করা সম্ভব নয়।

6/6

আর এইসব ভাবনাকে মানুষের চোখের সামনে ফুটিয়ে তুলতে এই থিমের আত্মপ্রকাশ। মানুষ চাইলে, মানুষ ঠিকই পারে। ঠিক যেমনভাবে ‘অন্তর শক্তি’-কে বাস্তব রূপ দান করেছে চোরবাগান।