বাড়ছে ফাটল, কলকাতা মেডিক্যাল কলেজের MCH বিল্ডিং থেকে তড়িঘড়ি সরানো হল রোগীদের

Jan 21, 2020, 15:50 PM IST
1/5

তন্ময় প্রামাণিক: ফাটল চওড়া হচ্ছে মেডিক্যাল কলেজের হেরিটেজ বিল্ডিং বলে পরিচিত MCH ভবনে। গত দু-মাসধরে এই ফাটল নিয়ে ব্যতিব্যস্ত মেডিক্যাল ও স্বাস্থ্য ভবনের কর্তারা। 

2/5

জি ২৪ ঘণ্টাতেই প্রথম প্রকাশিত হয় যে, MCH বিল্ডিংয়ের ফাটল দেখা দিয়েছে। পরে আমরাই ফের দেখাই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। 

3/5

কিন্তু, আগাগোড়া তা মানেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদেঁর দাবি ছিল বিল্ডিং নিরাপদ। তারপরই বিপত্তি। 

4/5

গতকাল রাতে তড়িঘড়ি সরিয়ে ফেলা হল সেকেন্ড ফ্লোরের ফিমেল ও মেল ওয়ার্ড।  

5/5

হাসপাতাল সূত্রের খবর, নিরাপত্তার কারণেই কয়েকশো রোগীকে স্থানান্তরিত করা হয়েছে গ্রিন বিল্ডিংয়ের দুটি ফ্লোরে। MCH বিল্ডিংয়েপ ফার্স্ট ফ্লোরের ক্রনিক ফিমেল ওয়ার্ডও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।