অন্য ফিক্সারদের মাফ! হিন্দু বলে কানেরিয়া একঘরে! পাকিস্তানে দ্বিচারিতা চলছেই

Jul 11, 2020, 11:03 AM IST
1/5

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

মহম্মদ আমির ফিক্সিং করা সত্ত্বেও তাঁকে ক্রিকেটে ফেরার সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু দানিশ কানেরিয়া হাজার কাকুতি-মিনতি করা সত্ত্বেও তাঁকে ক্রিকেটে ফিরতে দিতে রাজি নয় পিসিবি। 

2/5

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

দানিশ কানেরিয়া হিন্দু ধর্মাবলম্বী। পাকিস্তানে তিনি সংখ্যালঘু। সেই জন্যই কি তাঁকে এমন বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে! কানেরিয়া ক্রিকেট কোচিং করাতে চান। কিন্তু পিসিবি তাঁকে আজীবন নির্বাসনে পাঠিয়েছে। কিছুতেই কানেরিয়াকে ক্রিকেটে ফেরাতে রাজি হচ্ছে না পাক বোর্ড।

3/5

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

মহম্মদ আমিরও ইংল্যান্ডের ম্যাচে ফিক্সিং করতে গিয়ে ধরা পড়েছিলেন। নির্বাসন কাটিয়ে তিনি ফিরেছেন। তা হলে কানেরিয়া কেন ফিরতে পারবেন না! প্রশ্ন উঠছে, এক যাত্রায় পৃথক ফল কেন! একই অপরাধে দুজনের ক্ষেত্রে দুরকম অবস্থান কেন নিচ্ছে পিসিবি!

4/5

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

পিসিবি এবার কানেরিয়াকে জানিয়েছে, নির্বাসনের শাস্তি কমাতে হলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হতে হবে তাঁকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে পিসিবি তাঁকে ইসিবির দরজায় কড়া নাড়ার পরামর্শ দিয়েছে। 

5/5

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

কানেরিয়ায় সঙ্গে দ্বিচারিতা

পিসিবি জানিয়েছে, ইসিবির দুর্নীতিবিরোধী আইনের ৬.৮ অনুচ্ছেদে স্পষ্ট লেখা রয়েছে, দুর্নীতিগ্রস্থ কোনও ক্রিকেটারের শাস্তি কমানোর অধিকার একমাত্র তাদেরই রয়েছে যারা তাঁকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।