Fuel Price: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দর
Oct 17, 2021, 11:08 AM IST
1/6
রবিবার ফের বাড়ল পেট্রোলের দাম। গতকালের তুলনায় ৩৪-৩৫ পয়সা দামী হল পেট্রোল। রবিবার এক লিটার পেট্রোলের দাম হল ১১১.৭৭ টাকা।
2/6
পেট্রোলের পাশাপাশি দামী হল ডিজেলও। লিটার পিছু দাম বাড়ল ৩৫-৩৭ পয়সা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এনিয়ে ১৫ বার বাড়ল পেট্রোলের দাম। অন্যদিকে, ডিজেলের দাম বাড়ল ১৮ বার।
photos
TRENDING NOW
3/6
রবিবার দিল্লিতে পেট্রোলের নতুন দাম হল ১০৫.৮৪ টাকা। রাজধানীতে এখনওপর্যন্ত এই দাম সর্বোচ্চ।
4/6
সাধারণভাবে মুম্বইয়ে সবচেয়ে বেশি থাকে পেট্রোলের দাম। গতবার দাম বাড়ার পর মুম্বইয়ে পেট্রোলের দাম হয়েছিল ১০৫.৮৪ টাকা প্রতি লিটার। আর রবিবার দাম বাড়ার পর তা গিয়ে দাঁড়াল ১১১.৭৭ টাকা। মুম্বইয়েই প্রথম দাম হয়েছিল ১০০ টাকা।
5/6
অন্যদিকে, কলকাতায় রবিবার পেট্রোলের দাম হল ১০৬.৪৩ টাকা প্রতি লিটার। অন্যদিকে, ডিজেলের দাম হল ৯৭.৬৮ টাকা।
6/6
উল্লেখ্য, ভ্যাটের উপরে নির্ভর করে বিভিন্ন রাজ্যে তফাত হয় তেলের দাম। পেট্রোলের দামের ৬০ শতাংশই কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স। অন্যদিকে, ডিজেলের দামের ৫৪ শতাংশ ট্য়াক্স।