Fuel Price Hike: জ্বালানির দামে আগুন, টানা ৮ দিন বাড়ল পেট্রল ডিজেলের দাম; জেনে নিন কত হল আপনার শহরে

Mar 30, 2022, 07:34 AM IST
1/6

কত বাড়ল দাম?

How much did the price increase?

বুধবার পেট্রল এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়েছে, গত নয় দিনে প্রতি লিটারে মোট দাম বেড়েছে ৫.৬০ টাকা।

2/6

কত দাম দিল্লিতে?

what is the price in delhi?

দিল্লিতে পেট্রলের দাম এখন প্রতি লিটারে ১০১.০১ টাকা যা আগে ছিল ১০০.২১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৭ টাকা থেকে বেড়ে ৯২.২৭ টাকা হয়েছে। 

3/6

মুম্বইতে কত দাম?

what is the price in mumbai?

মুম্বইতে, প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৮ টাকা এবং ১০০.১০ টাকা।

4/6

কত দাম চেন্নাইয়ে

what is the price in chennai?

দাম বৃদ্ধির পরে চেন্নাইতে পেট্রল বিক্রি হবে ১০৬.৬৯ টাকায় এবং ডিজেল বিক্রি হবে ৯৬.৭৬ টাকায়।

5/6

কত দাম কলকাতায়?

What is the price in kolkata?

কলকাতায় পেট্রলের নতুন দাম প্রতি লিটারে ১১০.৫২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.৪২ টাকা।

6/6

আন্তর্জাতিক বাজারে কত দাম?

What is the price in international market?

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার কয়েকদিন আগে থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। রাষ্ট্রীয় মালিকানাধীন খুচরো জ্বালানি বিক্রেতারা যখন দৈনিক মূল্য সংশোধন বন্ধ করে, তখন ২০২১ সালের নভেম্বরের শুরুতে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম ছিল ৮২ মার্কিন ডলার। এখন এর দাম ১০০.৭১ মার্কিন ডলার।