Home Image: 
আবার বাড়ল Petrol-Diesel-র দাম, কলকাতায় লিটার পিছু ৯৪ টাকার বেশি
Domain: 
Bengali
Section: 
Home Title: 

আবার বাড়ল Petrol-Diesel-র দাম, কলকাতায় লিটার পিছু ৯৪ টাকার বেশি

English Title: 
Petrol, Diesel Prices Today, May 31, 2021: Fuel prices touch fresh record highs, check rates in metro cities
Slide Photos: 

এই মূল্যবৃদ্ধি আগামীদিনে বাজারদরকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।   

চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে।মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। সেই কোপটাই পড়ছে এখন। 

 দাম বেড়ে দিল্লিতে  Petrol এবং diesel-লিটার পিছু ৯৪.২৩ টাকা ও ৮৫.১৫ টাকা।  মুম্বইতে  Petrol দাম লিটার পিছু ১০০.৪৭ টাকা। অন্যদিকে, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ১০০ পার করেছে। 

গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। একদিকে করোনার লকডাউন অন্যদিকে দফায় দফায় বেড়ে চলছে   Petrol এবং diesel-র দাম। এতে  ক্রমশ বাড়ছে বাজার দর। 

 নিজস্ব প্রতিবেদন:  সোমবার আবার বাড়ল  Petrol এবং diesel-র দাম। বাজার খুলতেই oil marketing companie গুলি জানিয়েছে,Petrol-র নতুন দামের ওপর ২৯ পয়সা দাম বাড়ানো হল।   Diesel-র দাম বাড়ল ২৪ পয়সা। 

Publish Later: 
No
Publish At: 
Monday, May 31, 2021 - 11:05
Mobile Title: 
আবার বাড়ল Petrol-Diesel-র দাম, কলকাতায় লিটার পিছু ৯৪ টাকার বেশি
Facebook Instant Gallery Article: 
No