Petrol Diesel Price: মুম্বইতে লিটারপ্রতি ১০২ টাকা পেট্রোল, সেঞ্চুরির পথে কলকাতাও

আপনার শহরে কত দাম? জানুন

Jun 11, 2021, 08:52 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: বেড়েই চলেছে দাম। একদিন বিরতির পর ফের শুক্রবারে মহার্ঘ পেট্রোপণ্য (Petrol Diesel Price)। কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম। পিছিয়ে নেই ডিজেলও। আজ কলকাতায় (Kolkata) দাম কত? জানুন।

2/7

শুক্রবার কলকাতা শহরে পেট্রোলের দাম ৯৫ টাকা ৮০ পয়সা। গতকাল ৯৫ টাকা ৫২ পয়সা ছিল। অর্থাৎ ২৮ পয়সা বেড়েছে পেট্রোলের দাম।

3/7

বেড়েছে ডিজেলের দামও। এদিন শহরে ডিজেলের দাম ৮৯ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ২৮ পয়সা বেড়েছে ডিজেলের দাম।

4/7

মুম্বইতে (Mumbai) ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে পেট্রোলর দামে। সেখানে পেট্রোলের দাম ছুঁয়েছে ১০২ টাকা ৪ পয়সা। ডিজেলের দাম ৯৪.১৫ টাকা। 

5/7

মুম্বইয়ের পরেই দামের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই (Chennai)। সেখানে পেট্রোল ৯৭.১৯ টাকা ও  ডিজেল ৯১.৪২ টাকা।

6/7

কলকাতার তুলনায় ডিজেল কিছুটা সস্তা দিল্লিতে (Delhi)। পেট্রোলের দামও প্রায় একই। রাজধানীতে পেট্রোলের দাম ৯৫.৮৫ টাকা ও ডিজেল ৮৬.৭৬ টাকা।

7/7

বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের এমন আলাদা দাম হওয়ার কারণ হল রাজ্যের VAT ও অন্যান্য কর  এবং পরিবহণ মূল্য। সেসব বিচার করে প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং সংস্থাগুলি (Oil Marketing Companies) ।