1/6
1
টানা ১৭ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার পেট্রোলে বাড়াল লিটারে ২০ পয়সা ও ডিজেলের দাম বাড়ল ৫৫ পয়সা। দিল্লিতে দুই জ্বালানীর দাম এখন প্রায় একই। এনিয়ে কেন্দ্রকে ভার্চুয়াল অ্যাটাক করলেন পার্থ চ্যাটার্জি থেকে ডেকের, অভিষেক থেকে চন্দ্রিমা। সকালেই অভিষেক টুইট করেন, করোনা নিয়ে গোটা দেশের মানুষ সাংঘাতিক কষ্টের মধ্যে রয়েছেন। এই অবস্থায় মোদীজি ঠিক করেছেন তেলের ওপরে সীমাছাড়া কর চাপাতে। তেলের দাম বাড়ছে আর তার ভার সাধারণ মানুষের ওপরে পড়ছে।
2/6
2
তেলের দাম বাড়া নিয়ে সরব হয়েছেন পার্থ চ্যাটার্জিও। টুইটারে তিনি লেখেন, পরিকল্পনা করে দেশের মানুষের ওপরে ফের একটা যন্ত্রণা চাপিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত পেট্রোলে কর চাপানো হয়েছে, ২৪৭.৮৯ শতাংশ ও ডিজেলে চাপানো হয়েছে ৭৯৪.১০ শতাংশ। আপনি ঠিকই পড়ছেন। কিন্তু মোদীজির এতে পরোয়া নেই।
photos
TRENDING NOW
3/6
3
4/6
4
5/6
5
6/6
6
photos