Cyclone Alert: একে রক্ষে নেই, এবার একসঙ্গে সাগরে ৪ ঝড়...

Storm Alert: ধেয়ে আসছে একসঙ্গে চার ঝড়। আর তাতেই আতঙ্কে কাঁপছে সবাই। একইসঙ্গে সাগরে তৈরি হয়েছে চারটি ঘূর্ণিঝড়। কবে কখন কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়?

Nov 12, 2024, 23:42 PM IST
1/12

সাইক্লোন অ্যালার্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই ঝড়ে বিপর্যস্ত হয়েছিল ফিলিপাইন। ফের পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে চারটি ঘূর্ণিঝড়।   

2/12

সাইক্লোন অ্যালার্ট

এই চারটি ঘূর্ণিঝড়ই ধেয়ে যাচ্ছে ফিলিপাইন উপকূলের দিকে।জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার (১২ নভেম্বর) সিএনএনকে নিশ্চিত করেছে যে ১৯৫১ সালের পর থেকে নভেম্বরে একই সময়ে চারটি ঝড় দেখা যায়নি।  

3/12

সাইক্লোন অ্যালার্ট

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে বিরল এই ঘটনা ঘটছে। ঝড়ে জেরবার ফিলিপাইনের জন্য আরও বড় দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।  

4/12

সাইক্লোন অ্যালার্ট

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই চারটি ঝড় অবস্থান করছে।  

5/12

সাইক্লোন অ্যালার্ট

ঝড়গুলো হলো ‘টাইফুন ইয়িনঝিং’, ‘টাইফুন তোরাজি’, ‘ট্রপিক্যাল স্টর্ম উসাগি’ এবং ‘ট্রপিক্যাল স্টর্ম মান-ই’। ফিলিপাইনে প্রতিবছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে।   

6/12

সাইক্লোন অ্যালার্ট

গত বৃহস্পতিবার টাইফুন ইয়িনঝিং উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যা ছিল ক্যাটাগরি ৪ আটলান্টিক হারিকেনের সমান। ঝড়টি ব্যাপক বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধস ঘটে।   

7/12

সাইক্লোন অ্যালার্ট

টাইফুন ইয়িনঝিং ফিলিপাইন থেকে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয়ে হাইনান প্রদেশের ওপর দিয়ে ভিয়েতনামের দিকে চলে যায়।   

8/12

সাইক্লোন অ্যালার্ট

টাইফুন ইয়িনঝিং-এর পরপরই লুজোন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানে টাইফুন তোরাজি, যা ক্যাটাগরি ১ আটলান্টিক হারিকেনের সমতুল্য। তোরাজি এখন দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে এবং দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে।  

9/12

সাইক্লোন অ্যালার্ট

ট্রপিক্যাল স্টর্ম উসাগি লুজোনের প্রায় ৭৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। ফিলিপাইনের দিকে ধেয়ে যাওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এটি একটি টাইফুনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।  

10/12

সাইক্লোন অ্যালার্ট

চতুর্থ ঝড়টি হলো ট্রপিক্যাল স্টর্ম মান-ই, যা বর্তমানে গুয়ামের রোটা থেকে প্রায় ৪৩০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। মান-ই পশ্চিমে অগ্রসর হতে থাকবে। শুক্রবার সকালে সেটি টাইফুনে পরিণত হতে পারে। আগামী সপ্তাহের প্রথম দিকে উত্তর-পূর্ব ফিলিপাইনে মান-ই আঘাত হানতে পারে।  

11/12

সাইক্লোন অ্যালার্ট

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর একটি হলো দক্ষিণ-পূর্ব এশিয়া। অঞ্চলটি উষ্ণ সমুদ্র এবং প্রবল ঝড়ের মতো চরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। সমুদ্রের তাপমাত্রা অতীতের তুলনায় বেশি উষ্ণ, যা ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির বড় কারণ।  

12/12

সাইক্লোন অ্যালার্ট

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বছরের শেষের দিকে এমন তীব্র ঝড়ের ঘটনা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা।